শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নিজস্ব প্রতিবেদক:-
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা এর তত্বাবধানে এবং থানার আয়োজনে বিলাইছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে ১ নং বিলাইছড়ি ইউনিয়নে বাজার প্রাঙ্গণে বিট পুলিশিং এক আলোচনা সভায় এসআই (নিঃ) অনুপ পাইক – এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এএসআই (নিঃ)আ খ ম শামীম, এএসআই (নিঃ)গনেশ্বর,এএসআই (নিঃ) জিয়াউল হক ফোর্স সহ,১নং ওয়ার্ড মেম্বার মোঃ ওমর ফারুক, স্থানীয় ব্যবসায়ী বৃন্দ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,”বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সামাজ গড়ি” এরি ধারাবাহিকতায় বিট এলাকায় শিক্ষা ও নারী শিক্ষারগুরুত্ব,ধর্ষণ,নারী নির্যাতন ও প্রতিরোধ,মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব,বাল্য বিবাহ প্রতিরোধ,মোটরসাইকেল গতিরোধ, রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রন,অবৈধ চোরাচালান বন্ধ,পন্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা,সমাজের অবহেলিত,গরীব দুঃখী মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে করণীয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন বলে জানা যায়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!