নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৭৫টি পরিবার আজ বুজে পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর। সারাদেশের ৭ টি জেলার ১৫১টি উপজেলায় ভুমিহীন ও গৃহহীন মুক্ত এবং একযোগে ৩৯ হাজার ৩শত ৬৫টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় গুইমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা। এছাড়াও অসুস্থতা নিয়েও প্রধান মন্ত্রীর উপহারের ঘর হস্তান্তরের উদ্বোধনে সময় উপস্থিত ছিলেন গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, উপজেলা নির্বাহী অফিসার শাহিন আলম, গুইমারা থানার অফিসার ইনর্চাজ রাজিব চন্দ্র কর, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মারমা, উপজেলা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মেমং মারমা বলেন, প্রধান মন্ত্রীর একান্ত প্রচেষ্ঠায় দেশের অসহায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর ও জমি হস্তাহস্তরের মতো মহত কাজের উদ্যোগ নিয়েছে। এরেই ধারাবাহিকতায় একে একে বেশ কয়েকে ধাপে ঘর প্রদান কাজ সম্পূর্ণ হয়েছে। প্রধান মন্ত্রী জনগনের কথা ভাবে জনগণকে নিয়ে কাজ করতে চান। তাই বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
এসময় উক্ত প্রকল্পের সুবিধাভোগী ব্যাক্তিরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তার সাথে সাথে তারা উক্ত ঘর পাবার ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও সহযোগীতা করা জনপ্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।