শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪


নুরুল আলম:: ঐতিহাসিক ৭ই মার্চ।বাঙ্গালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহারাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন।ঐতিহাসিক দিবসটি গুইমারাতে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ ও আওয়ামী লীগ।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ফ্ল্যাগ রুলস অনুযায়ী গুইমারা উপজেলার সকল সরকারি,আধা-সরকারি,স্বায়ত্বশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।সকাল ১০টা ১৫মি:উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চলনায়,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ রাজীম চন্দ্র কর,গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী চৌধুরী,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দীন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাইথোয়াই মগ,উপজেলা শিক্ষা অফিসার কৃঞ্চলালা দেবনাথ,গুইমারা সোনালী ব্যাংক ম্যানাজার এরফানুল হক মুহাম্মদ বেলাল হোসাইনী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাছিনা আক্তার,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চেšধুরী,গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈকিত ব্যক্তি,শিক্ষক এবং স্থানীয় সাংবাদিক।

বক্তারা,বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভূমিকা,অবদান, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে,বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলে অব্যাহত প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। তাঁর আগে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে চিএাংকন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এছাড়া উপজেলার ইউপি পরিষদসমুহে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়।

অপরদিকে গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল ৯ দলীয় কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।সকাল সাড়ে ১০ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।কর্মসূচীতে গুইমারা উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!