শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিলাইছড়িতে ৩২ বীর জোনের তত্ত্বাবধানে বেসামরিক ব্যক্তিবর্গদের মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিলাইছড়িতে বিএসএস ১০২৪৮৪ ক্যাপ্টেন বিপুল কুমার পাল জগঙ – এর নেতৃত্বে এবং ৩২ বীর বিলাইছড়ি সেনা জোনের তত্ত্বাবধানে বেসামরিক ব্যক্তিবর্গদের নিয়ে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

৪ ফেব্রুয়ারি ( শনিবার) সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত এই ক্যাম্পেন চলে।বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড় বালাছড়ির বিভিন্ন এলাকার পাহাড়ি এবং বাঙালি লোকজনদের বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ ক্যাম্পেইন আয়োজন করা হয়।

এ-সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ২ নং কেংড়াছড়ি ইউপি ৮ নং ওয়াড় ভুবন জয় মেম্বার। এবং উক্ত এলাকার হেডমান কারবারি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ (২৫০/২৮০) জন জনবল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!