নুরুল আলম:: সারা দেশের ন্যায় “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারায় উদযাপিত হলো জাতীয় বীমা দিবস।
১ মার্চ (বুধবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড এর গুইমারা শাখার ইনর্চাজ মনোয়ারা বেগম, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায় ত্রিপুরা, গুইমারা থানার পুলিশ কর্মকর্তাসহবিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বীমা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।