নুরুল আলম:: খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক এবং চট্টগ্রামগামী শান্তি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন।নিহত চালকের নাম রাজন। পাথর বোঝাই ট্রাক গভীর খাদে পড়ে গেলেও শান্তি গাড়িটি সেগুন গাছের সাথে আটকে রক্ষা পায়।
রবিবার (২৬ ফেব্রুয়ারী ২০২৩) বেলা ২টা বেজে ৪৫ মিনিট এর দিকে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক এবং চট্টগ্রামগামী শান্তি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। আহত হয় অন্তত ৮ জন। এতে শান্তির পরিবহনের ড্র্রাইভার গুরুতর আহত হলে তাকে খাগড়াছড়ি সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক ধারণা থেকে জানা যায়, পাহাড়ের আকাঁবাঁকা সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে এই দুর্ঘটনা ঘঠেছে। এছাড়াও প্রয়োজনের তুলনায় অতিমাত্রায় মালামাল তথা পাথর পরিবহনের কারনে গাড়িটিকে নিয়ন্ত্রনে আনতে পারেনি ট্রাক চালক। ফলে খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম মূখি বেপরোয়া গতিতে আসা শান্তি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় খাগড়াছড়ি গামী ট্রাকটির। সংঘর্ষে শান্তি বাস রাস্তার পাশে সেগুন গাছের সাথে আটকে গেলেও ট্রাকটি খাদে পরে যায় এবং ঘটনাস্থলেই ট্রাক চালাক মারা যায়।
দূর্ঘটনার বিষয়ে মাটিরাঙ্গা থানায় সূত্রে জানা যায়, দুপুর ২ টা বেজে ৪৫ মিনিট এ খাগড়াছড়িগামী পাথর বোঝাই ট্রাক এবং চট্টগ্রামগামী শান্তি গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হন। শান্তি গাড়ির নাম্বার ঢাকা মোট্রো গ ১৪-৪২৯১ এবং ট্রাকের নাম্বার শ ১১-৩০৫৯। শান্তি এবং ট্রাক চালকের নাম ঠিকানা এখনো পর্যন্ত জানা যায়নি।