শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

না ফেরার দেশে আব্দুল বারী নানিয়ারচরে এমপি দীপংকরের শোক

নানিয়ারচর প্রতিবেদক: রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল বারী শেখের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এমপি দীপংকর তালুকদার।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে মৃতের জানাজা পূর্ব মূহুর্তে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদার (এমপি)।

নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ সভাপতি সুজিত তালুকদার, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক ইলিপন চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড: দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক অ্যাড: মামুন ভূইয়া সহ এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার বলেন, আব্দুল বারী সাহেব ছিলেন একজন উদার মনের মানুষ এবং অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।দলের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। মনে প্রাণে তিনি বঙ্গবন্ধুর আদর্শ কে ধারণ করতেন। তার বিয়োগে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। যা কখনও পুষিয়ে নেওয়া সম্ভব না।

উল্লেখ্য, আব্দুল বারী শেখ গতকাল রাত ১০.৩০ মিনিটে তার সেজ ছেলে হাফিজ শেখের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ৬ছেলে ও ৪মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭বছর।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!