নুরুল আলম:: খাগড়াছড়ি প্রতিটি আমের বাগানে থোকা থোকা মুকুল ফুটেছে। সম্প্রতি খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় একাধিক বাগান ঘুরে দেখা গিয়েছে, জাতীয় গাছ আমগাছের ডালে ডালে শোভা পাচ্ছে হলুদ আর সবুজের মহামিলন।
মুকুলের সমারোহে বইতে শুরু করেছে পাগল করা ঘ্রাণ। প্রতিটি গাছ থেকে আসছে মন গন্ধ। গাছের প্রতিটি ডালপালায় মুকুলে ছেয়ে গেছে। চারদিকে ছড়িয়ে পড়ছে মুকুলের পাগল করা ঘ্রাণ, ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা বাতাস। যে গন্ধ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করছে।
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি,গুইমারাসহ বিভিন্ন উপজেলায় আমের বাগান পরিদর্শনে গিয়ে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এই বারে আমের মুকুল এর পরিমান অনেকটাই বেশই। এত করে বাগানের মালিকরা অনেক খুশি। থোকায় থোকায় ঝুলে আছে আমের ফুল। আশায় বুক বাঁধছেন এ জেলার আমচাষিরা। অনেকেই মুকুল রক্ষা করতে গাছে গাছে ওষুধ স্প্রে করছেন।
বাগান-মালিকরা মনে করছেন, এবছর আমের ফুল অন্যবারের তুলনায় বেশি। তবে আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। কেননা মাত্রাতীরক্ত বাতাশ হলে এবং ভাড়ি বৃষ্টিপাতের ফলে আমের ফুলের অনেক ক্ষতি হয় প্রায় অর্ধেকের বেশি মুকুল ই ঝরে পরে। তবে সব শেষে গাছে এমন আমের মুকুল দেখে সন্তুষ্ট প্রকাশ করেন আমচাষিরা।