নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:: খাগড়ছড়ির মাটিরাঙ্গায় রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আসা ভারতীয় পণ্য সহ মোঃ সোহাগ (২৫) নামে এক যুবক কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। সোহাগ স্থানীয় মালু মিয়ার ছেলে।
২ ফেব্রুয়ারী ২০২৩ বৃহস্প্রতিবার বিকালে উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড, মানিক মেম্বার পাড়া ,ধর্মরাম বাড়ী এলাকা হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ সাদ্দাম হোসেনর নেতৃত্বে এসআই মাসুদ আলম পাটোয়ারী ও এএসআই কামরুল আরেফিন চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এ সময় ১১২ টি লাক্স সাবান , ৯৬টি লাইফবয়,৫০ চিনি কেজির (এক বস্তা), একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ জাকারিয়া বলেন,মাদক চোরাকার্বারি সহ যে কোন অপরাধ নিয়ন্ত্রনে কয়েকটি টিমে মাটিরাঙ্গা থানা পুলিশ কাজ করছে। কোন অপরাধীকেই ছাড় দেয়া হবেনা। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে পরবর্তী পদক্ষে গ্রহনে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।