নুরুল আলম:: ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে পঞ্চম বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা সদরের হাসপাতাল রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা সংসদ ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে শাপলা চত্বর ঘুরে মুক্তিযোদ্ধা ভবনের প্রাঙ্গণে এসে শেষ হয়। তারপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সম্মেলনে জেলার মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সহ-সভাপতি কামরুল হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা (তাতু)।
সভায় অতিথির বক্তব্যে রণ বিক্রম ত্রিপুরা বলেন, বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম। মুক্তিযুদ্ধের চেতনা বলিষ্ঠ চেতনা এবং আত্মপ্রত্যয়ের দৃঢ় অঙ্গীকার। স্রোত ব্যতীত যেমন নদী টিকে না, স্বাধীনতা ব্যতীত কোন জাতি কখনো বাঁচতে পারে না। বাংলাদেশের মানুষও নদীর স্রোতের মতো চিরন্তন সত্যের পথ ধরে ১৯৭১ সালে এক রক্তক্ষয়ী সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার কাঙ্ক্ষিত সূর্যকে। ত্রিশ লাখ মানুষের প্রাণের বিনিময়ে এদেশবাসী যে স্বাধীনতা অর্জন করেছে তাকে চির সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের চেতনা আবহমানকাল ধরে প্রেরণা জোগাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা’র মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র সভাপতি নরোত্তম বৈষ্ণব, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-সভাপতি মো. আবদুস কুদ্দুস মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদর উপজেলা কমান্ডার আবদুর রহমান প্রমুখ।