নুরুল আলম:: খাগড়াছড়ি-চট্রগ্রাম সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্স চাপায় আহত স্কুল ছাত্র মাসাপ্রু মারমার (৭) মৃত্যু হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিকছড়ি উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ছেলে এবং গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিলেন।
গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে মাসাপ্রু মারমা লাশবাহী অ্যাম্বুলেন্সের নিচে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দ্রুত উপজেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক ডা. মহিউদ্দিন তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে জনরোষ এড়াতে চালক তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।
প্রধান শিক্ষক আরো জানান, আমি অফিসে বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কিভাবে কী হলো বুজে উঠতে পারেছিনা।
এদিকে স্কুলে ছাত্র নিহতের খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো. আওলাদ হোসেন হাসপাতালে আসেন এবং লাশের সুরতহাল প্রতিবেদন করেন। তিনি এ সময় জানান, নিহত স্কুল ছাত্রের অভিভাবকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া নেবে পুলিশ।