নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর: রাঙামাটির নানিয়ারচরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে নবাগত ইউএনও কে ফুল বিয়ে বরণ করে নেয় নানিয়ারচর উপজেলা পরিষদ।
রোববার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (অ.দা) সৈয়দা সাদিয়া নূরীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান কল্পনা চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুয়েন খীসা, এলজিইডি প্রকৌশলী আব্দুল মজিদ, কৃষি কর্মকর্তা মেসবাহ উদ্দিন ও নানিয়ারচর জোন প্রতিনিধি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া প্রমূখ।
সভায় নবাগত ইউএনও মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সাথে আলোচনা করেন।
এর আগে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাবেক ইউএনও মোঃ ফজলুর রহমান নবাগত ইউএনও কে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ্য, সৈয়দা সাদিয়া রাঙামাটি জেলার কাউখালি উপজেলায় দায়িত্ব পালন করছেন। সম্প্রতি নানিয়ারচর উপজেলায় দায়িত্বরত ইউএনও ফজলুর রহমান পার্বত্য জেলা বান্দরবানে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় সৈয়দা সাদিয়া কে নানিয়ারচরে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।