নানিয়ারচর প্রতিবেদকঃ পদোন্নতিজনিত কারণে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটির নানিয়ারচরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার কার্যালয়ে ও সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফজলুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসম আক্তার, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান কল্পনা চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান বাসন্তী চাকমা, এলজিইডি অফিসার আব্দুল মজিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সপ্তশ্রী সাহা, কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খিসা, ও/সি এলএসডি ক্যচাথুই মারমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাওলাদারসহ উপজেলা পরিষদ ও পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা ফজলুর রহমানের ১১মাস ১৫দিন এই অল্প সময়ে দায়িত্বে কঠোর পরিশ্রম, কর্মদক্ষতা, সততা ও আদর্শের প্রশংসা করেন। সততা ও নিষ্ঠার ফলে তিনি শুধু অতিরিক্ত জেলা প্রশাসকই নয়, বক্তারা তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এসময় ফজলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, নানিয়ারচরে এসে আপনাদের সকলের ভালবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি চলে যাচ্ছি এর অর্থ এই নয় যে আমি নানিয়ারচর কে ভূলে যাবো। আমি সময় পেলেই নানিয়ারচর ছুটে আসব। নানিয়ারচরের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে। আমি আমার কাজে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।
অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য, উপজেলা আওয়ামী লীগ, সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিদায়ী ইউএনও কে সম্মাননা স্বারক প্রদান করেন।