আল-মামুন,খাগড়াছড়ি:: তীব্র শীত যখন জেঁকে বসেছে ঠিক তখনেই প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার পৌঁছে দিতে হাজির হলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা। হাতে তুলে দিলেন হাজারো শীতার্ত’র মাঝে উষ্ণতার শীতবস্ত্র উপহার।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী ২০২২) বিকেলে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্যের অনুকুলে বরাদ্দ থেকে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা।
সাংবাদিক অপু দত্ত’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, জাতীয় মহিলা সংস্থার খাগড়াছড়ি চেয়ারম্যান মিস নিগার সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি বাসন্তী চাকমা বলেন,দেশ ও মানুষের পাশে সব সময় বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন। শীতের কথা বিবেচনা করে তিনি পাহাড়ের মানুষকে এ উপহার পৌঁছে দিতে বরাদ্দ দিয়েছে।
এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, শেখ হাসিনার সরকার থাকলে দেশ এগিয়ে যাবে। এগিয়ে যাচ্ছে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে। তাই আসন্ন নির্বাচনে আবারো সকলকে নৌকা মার্কাকে জয় যুক্ত করতে কাজ করার আহবান জানান তিনি। এ সময় তিনি পাহাড়ি,বাঙ্গালী থেকে সকল সম্প্রদায়ের হাজারো মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ভালোবাসার উপহার তুলে দেওয়া হয়।