নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
২৩ জানুয়ারী ২০২৩ সোমবার সকাল ১০টায় গুইমারা উপজেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা প্রাণী ও সম্পদক বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও প্রচার সম্পাদক ইখতেয়ার চৌধুরী পলাশ, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীলসহ উপজেলার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা, গুইমারা প্রেসক্লাব সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি গুইমারা সদর, হাফছড়ি ও সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মেমং মারমা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পাহাড়ি বাঙ্গালী মিলে মিশে এলাকায় শান্তি সম্প্রতি বজায় রেখে সকলকে উন্নয়ন মূলক কাজে অংশ নিতে হবে। এছাড়াও সমাজে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকেও নজরদারি করতে হবে। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করে।