নুরুল আলম:: খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার “আলমগীরটিলা আর্মি ক্যাম্পের আওতাধীন” উদাল বাগান উচ্চ বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রুম্মন পারভেজ।
এসময় দীঘিনালা উপজেলার আলমগীরটিলা আর্মি ক্যাম্পের আওতাধীন তিন শতাধিক পাহাড়ি পরিবারের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
আলমগীরটিলা আর্মি ক্যাম্প এলাকার ফুলনতি চাকমা (৭০) শীতবস্ত্র হিসেবে একটি কম্বল হাতে পেয়ে জানান, আমার স্বামী নেই। শীতে কষ্ট পাই। কম্বল পেয়ে খুব ভালো লাগছে। এই কম্বল দিয়ে শীত নিবারণ সম্ভব হবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন হাসনাইন আলভী এবং ৪নং দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যাতি চাকমা।