নুরুল আলম:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একাধিক অভিযানে ২৫০ ঘণফুট সেগুন, বিবিধ ও ৬০০ ঘণফুট জ্বালানি কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জানুয়ারি) রাতে এক বিশেষ অভিযানে এসব জ্বালানি ও কাঠ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।
গাড়িটানা বন বিভাগ সূত্রে জানা গেছে, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি ক্যাম্প কমান্ডার লে. মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি সি টাইপ টহল মানিকছড়ি বাজারের পার্শ্বে ‘রমিজ স’ মিল’ এলাকায় পাচারের উদ্দেশ্যে স্তূপ করে রাখা ১২০ ঘণফুট সেগুন ও ১৮০ ঘণফুট আকাশমনি অবৈধ কাঠ জব্দ করা হয়।
এছাড়া চোরাই পথে ফটিকছড়ির বিভিন্ন ইটভাটায় জ্বালানি হিসেবে পাচারকালে ৩টি জিপ গাড়িতে থাকা ৬০০ ঘণফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। পরবর্তীতে এসব অবৈধ কাঠগুলো গাড়িটানা বন বিভাগে শনিবার (২১ জানুয়ারি) সকালে তা হস্তান্তর করা হয়।
এ বিষয়ে গাড়িটানা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান, জব্দকৃত কাঠের স্থানীয় বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। জব্দ কাঠের বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।