নুরুল আলম:: নানা আয়োজনে খাগড়াছড়িতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। দিনকটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানে স্মৃতি ভাস্কর্যে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চাকমার চাকমা সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম.এন আবছার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সহ-কোষাধ্যক্ষ জহির আহম্মেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক রতন ত্রিপুরা, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাশেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম রাসেল, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হোসাইন, ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, জেলা তাঁতী দলের সভাপতি আলমগীর মিয়া প্রমুখ। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।