নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মৎস কর্মকর্তা অফিসের উদ্যোগে “কার্পজাতীয় মাছের নার্সারী ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা।
মঙ্গলবার (১৭ জানুয়ারী ২০২৩) সকালে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলার মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন, গুইমারা উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী কর্মকর্তা ম্রাসানাই মারমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ ২০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন মাস চাষের বিভিন্ন দিকনিদের্শনা তুলে ধরেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে মাছ চাষের উপকার এবং কিভাবে মাছ চাষ করলে ভালো উৎপাদন সম্ভব সেই সম্পর্কে ধারণা দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।