নুরুল আলম:: পৌষের শীতে কাঁপছে দেশ। প্রচণ্ড শীতে অসহায় দুস্থ মানুষ। শীতবস্ত্র নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠান। এরই মধ্যে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি গুইমারা উপজেলা শাখার উদ্যোগে ৩০টি কম্বল বিতরণ করা হয়েছে।
(১১ জানুয়ারী) বুধবার সকাল ১০ টায় গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্থানীয় শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি গুইমারা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান।
জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে একটি করে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ বক্তৃতা করেন।