নুরুল আলম:: খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১১ জানুয়ারি) সকালে সদর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে দুইশতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। এ শীতবস্ত্র পেয়ে উপকৃত স্থানীয় জনগণ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরণের সহযোগিতা প্রদান অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাহাড়ের দুস্থ, গরীব ও অসহায় মানুষদের পাশে থেকে তাদের সেবা প্রদান এবং যেকোন বিপদে পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। পাহাড়ে বসবাসকারী জনগণ যাতে শান্তি ও সম্প্রীতির সাথে নিরাপদে বসবাস করতে পারে সে লক্ষ্যে এই জোনের সকল সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে এ ধরণের অনুদানমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের ভারপ্রাপ্ত জোন উপ-অধিনায়ক মেজর তালুকদার রাব্বী আহমেদ, কোম্পানী অধিনায়ক মেজর মো. শামীম রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।