নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: রাঙ্গামাটিতে ৯জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের অভিযানে নয় জনকে আটক করা হয়।
মঙ্গলবার (৩জানুয়ারি) মধ্য রাতে তবলছড়ি রক্ষা কালি মন্দির এলাকা থেকে জুয়া খেলার অভিযোগে রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধায়নে ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিনের নেতৃত্বে এই ৯জন কে আটক করেছে পুলিশ।
কোতোয়ালী পুলিশ জানায়, গতকাল মধ্য রাতে গোপন সংবাদ পেয়ে নগদ ১২০০টাকা ও জুয়া সরঞ্জামসহ ৯জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাচ্চু মিয়া (৪৫), রমিজ আহম্মদ (৬০), আব্দুল গণি (৫৪), মোঃ রাসেল (৩৬), মামুনুর রশিদ (৪০), আব্দুর রহমান (৩৬), দুলাল সরকার (৫৮), সমেন্তু চাকমা (৩৩) ও সেকান্দার আলী (৪২)।
অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, আটককৃতদের জুয়া আইনে মামলা দাখিল পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।