নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর সহযোগিতায় বিপুল পরিমাণ সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে বন বিভাগ। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জমায়েত করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
উপজেলার গাড়িটানা বন বিভাগ রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী জানান, শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার পান্নাবিল এলাকায় সড়কের অদূরে লুকিয়ে রাখা কাঠের স্তুপের খবর পেয়ে মানিকছড়ি সেনা ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় পরিত্যক্ত অবস্থায় সেগুন ও গামারি (গোল কাঠ) কাঠের রদ্দা (টুকরো) জব্দ করা হয়। আনুমানিক ৭০০ ঘনফুট কাঠ, যার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা পরিমাণ।
পরে রাতে গাড়িযোগে এসব কাঠ গাড়িটানা বন বিভাগে সংরক্ষণ করা হয়। এ বিষয়ে বন আইনে মামলার প্রস্তুতি চলছে।