নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য চট্টগ্রামের সকল জাতি-ধর্মের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সম্মেলন উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ির চেংগী স্কয়ার থেকে বর্ণাঢ্য বিজয় র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়।
পরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব।
এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, মহাসচিব আলমগীর কবির, জেলা সভাপতি আবদুল মজিদ, সম্পাদক লোকমান হোসাইন সহ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সুমন আহমেদকে সভাপতি ও মো. ইব্রাহীম খলিনকে সাধারণ সম্পাদক করে ৫১ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।