শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

অবৈধ অস্ত্র হাতে আওয়ামীলীগ কে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি

মেহেদী ইমাম, নানিয়ারচর:: অবৈধ অস্ত্র হাতে আওয়ামী লীগ কে খুন করার অধিকার দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন ২৯৯নং আসনের সাংসদ এমপি দীপংকর তালুকদার।

বৃহস্পতিবার (২৯শে ডিসেম্বর) দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক নির্বাচনে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, আওয়ামী লীগের কর্মীরা বেইমানী করেনা। স্বপরিবারে বঙ্গবধুর হত্যার পরে একটি মহল ধরেই নিয়েছিল আওয়ামী লীগের পতন শেষ। কিন্তু সেই আওয়ামীলীগ সংগঠিত থেকেছে। আজ দেশ নেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কথা বলে। তাই এসব অবৈধ অস্ত্রধারীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয় পায়। অস্ত্রের বিরুদ্ধে কথা বললেই তারা আওয়ামী নেতাদের হত্যা করে। অবৈধ অস্ত্র হাতে আওয়ামী লীগ কে খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি। পাহাড়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী কে ধন্যবাদ জানান দীপংকর তালুকদার।

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের রাঙামাটি জেলা সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।

এসময় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার ও সুজিত চাকমা, মৎস্যজীবী লীগের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক তপন দাশ (রবি) ও নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মামুন ভুঁইয়া প্রমূখ।

সভায় নেতাকর্মীদের আলোচনা সাপেক্ষে মোঃ খোরশেদ আলম কে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দিপেন্টু চাকমার নাম ঘোষণা করা হয়।

সম্মেলন শেষে ৪টি ইউনিয়নের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এমপি দীপংকর তালুকদার।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!