নুরুল আলম: কুজলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী। সে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার শনখোলা দুর্গামনি কার্বারী পাড়ার মৃত বুদ্ধমনি চাকমা ও অর্পনা চাকমার মেয়ে। বাবার মৃত্যুর পর অভাবের সংসারে মা অর্পনা কোন রকমে তার পড়ালেখার খরচ চালিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে মায়ের পক্ষে খরচ চালানো সম্ভব হচ্ছেনা।
এই খবরে সহযোগিতার হাত বাড়ান পানছড়ি লোগাং জোন। কুজলীর বর্তমান আবাসস্থল বুদ্ধরাম পাড়াস্থ বাবুড়া পাড়ায় গিয়ে তার হাতে শিক্ষা সহায়তা তুলে দেন লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম।
কুজলীর মা অর্পনা জানায়, মেয়ের পড়ালেখা নিয়ে চিন্তায় ছিলাম। খরচ চালাতে অনেক কষ্ট হচ্ছিল। এ মুহূর্তে সহযোগিতা পেয়ে আমি খুবই খুশি। লোগাং জোনের এই মহতী কর্মকাণ্ডের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
কুজলী খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪.২৮ পয়েন্ট নিয়ে এসএসসি ও খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে ৫.০০ পয়েন্ট নিয়ে এইচএসসি পাশ করে। ভবিষ্যতে প্রশাসনিক কর্মকর্তা হয়ে দেশ সেবার ইচ্ছার কথা জানায় সে।