নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা আইইএম ইউনিট, পরিবার পরিকল্প অধিদপ্তরের আয়োজনে স্কুল-মাদ্রাসার শিক্ষকগণের অংশগ্রহণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালার সভাপতিত্ব করেন ঢাকা আইইএম ইউনিট এর উপ-পরিচালক ইফতেয়ার রহমান।
সোমবার (২৬ ডিসেম্বর ২০২২ ) বেলা ১১টায় গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মিলকি মারমার সঞ্চালনায় অবহিতকরণ কর্মশালায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, খাগড়াছড়ি জেলার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এমরান হোসেন চৌধুরী, সহ পরিচালাক ডাঃ সুভাষ বসু চাকমা, মাটিরাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খায়রুল আলম, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষীকাগণ উপস্থিত থেকে অবহিতকরণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, বর্তমানে বিশেষ করে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের কুসংস্কারের কারণে দিনের পর দিন বাল্যবিয়ে বেড়েই চলেছে। এসকল বাল্য বিয়ে প্রতিরোধ করতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। কোথায় বাল্য বিবাহ হতে দেখলে প্রশাসনকে অবহিত করতে হবে। এছাড়াও কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন দিক নিদের্শনা মুলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।