নুরুল আলম:: শুভ প্রবারণা পূর্ণিমা ২০২২ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি কল্যাণ ট্রাস্টির অফিসে জেলার ৮২টি বৌদ্ধ বিহারে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ক্রইসাইঞো চৌধুরী।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টির রূপনা চাকমার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সস্পাদিকা শাহিনা আক্তার, বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অনেকে।