নুরুল আলম:: খাগড়াছড়ি গুইমারা উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জেলা কমিটির উপস্থিতিতে শুভাষ দত্তকে সভাপতি, নুরুন নবি চৌধুরী রুবেলকে সাধারণ সম্পাদক এবং উত্তম মল্লিককে সাংগঠনিক সম্পাদকসহ মোট ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষণা করা হয়।
গত ২১ ডিসেম্বর ২০২২ গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো: খোরশেদ আলম, মো: সুরুজ আলী, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সমিরণ পাল। এছাড়াও জেলা উপজেলা আওয়ামীলীগে অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, গঠিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী দিনে দলের জন্য সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।