নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্ভোধন করেন, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মো: জানু সিকদার। এসময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা শ্রমিক দলের সভাপতি শুভাষ দত্ত।
বুধবার (২১ ডিসেম্বর ২০২২) গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী, খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো: খোরশেদ আলম, মো: সুরুজ আলী, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আবু তাহের, সমিরণ পাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মীর, গুইমারা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম জিয়ারত। এছাড়াও জেলা উপজেলা আওয়ামীলীগে অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত কে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমানে কিছু আইনশৃঙ্খলা অমান্যকারীরা দেশের অস্তিরতা এবং নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এসকল ষড়যন্ত্রকে প্রতিহত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।