নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় ওয়ালটনের নিজস্ব প্লাজায় প্রতিষ্ঠাতা আলহাজ্ব এস এম নজরুল ইসলাম এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় মিলাদ ও দোয়া পড়ান গুইমারা কেন্দ্রীয় মসজিদের সম্মনিত ইমাম আলহাজ্ব ক্বারী মুহাম্মদ ওসমান গণি।
১৭ ডিসেম্বর ২০২২ অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, গুইমারা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল হক, আবুল কালাম আজাদ, মোফিজুল আলম, শাহ আলম ও স্থানীয় গুইমারা বাজার ব্যবসায়ীগণ।
এসময় ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: নাইম উদ্দিন বলেন, দেশের সর্বাধিক জনপ্রিয়, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স ও ডিজিটাল ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এই শিল্পের পথিকৃত আলহাজ্ব এস এম নজরুল ইসলাম ২০১৭ সালের ১৭ ডিসেম্বর ইন্তেকাল করেন।
কীর্তিমান এই আদর্শিক শিল্প উদ্যোক্তার প্রয়াণে আমরা হারিয়েছি এই শিল্পের স্বপ্নদ্রষ্টা, অগ্রদুত এবং একনিষ্ঠ অভিভাবকে। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ওয়ালটন স্বমহিমায় এগিয়ে চলছে বিশ্ব দরবারে। আমরা প্রতিনিয়ত তাঁর অস্তিত্ব অনুভব করি প্রতিটি পদক্ষেপ এবং কর্মে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে বেহেস্ত নসিব করুন, আমিন।