নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীরা যোগদান করেন ঢাকার গোলাপবাগ বিভাগীয় গণ-সমাবেশে। সমাবেশে যাওয়ার পথে নেতাকর্মীদের অতিক্রম করতে হয় বিভিন্ন বাধাঁ বিপত্তী। সকল বাঁধাকে উপেক্ষা করেই গণ-সমাবেশে অংশগ্রহন করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বর্তমান স্বৈরাচারি আওয়ামীলীগ সরকারের পতনের দাবিতে মিছিলে মেতে উঠেন নেতাকর্মীরা। গোলাপবাগ মাঠ থেকে শুরু করে যাত্রাবাড়ী ও কমলাপুর রেলওয়ে স্টেশন মিছিলে নগরীতে পরিণত হয়। পরে সমাবেশ স্থলে যোগদান করেন খাগড়াছড়ি জেলা থেকে আগত সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এতে বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনএম আবছার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মালেক মিন্টু, জেলা মহিলা দলের সভাপতি কোহিলী দেওয়ান, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্র দলের সভাপতি সাহেদুল হোসেন সুমনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে যোগদান করেন অসংখ্য সমর্থন কর্মী ও দলীয় নেতাকর্মীরা।