শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারার ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলে ৫জন সভাপতি প্রার্থী ও ২জন সাধারণ সম্পাদক

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার আওয়ামীলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ ব্যাপক কর্মসূচির মাধ্যমে ত্রি-বার্ষিক কাউন্সিল উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর ২০২২) গুইমারার ২নং হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। সকাল থেকে মিছিল মিটিং এ মেতেছিল নেতা কর্মীরা। কে হবে ২নং হাফছড়ি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক এই নিয়ে জনমনে ব্যপক উদ্দীপনা বিরাজ করছে।

২নং হাফছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ও হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: ইউনুছ হাওলাদারের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: আবু তাহের। প্রধান বক্তা ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীন মীর। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ পাল, সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক সুইমং মারমাসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক।

জানা যায়, উক্ত কাউন্সিলে সভাপতি পদে আলম শেখ, আব্দুল মন্নান (মনা মিয়া), মফিজুল ইসলাম, ডা: ক্যাচিং মারমা ও সুবেদ আল মামুন ভোট যুদ্ধে অংশ নিচ্ছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে নুরুল ওহাব ও জামাল উদ্দিন অংশ নিচ্ছেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!