শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারাতে রামপ্রুচাই চৌধুরী ও আমির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার যুব সংঘের আয়োজনে রামপ্রুচাই চৌধুরী ও আমির হোসেন স্মৃতি স্মরণে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা গুইমারা বাজার একাদশ ৩-১ গোলের ব্যবদানে বাইল্যাছড়ি খুমতাং একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

বুধবার (৭ ডেসেম্বর ২০২২) গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গুইমারা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহন করেন। গত ২৩ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়ে আজ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে গুইমারা বাজার একাদশ এবং বাইল্যাছড়ি খুমতাং একাদশ অংশ গ্রহন করেন। খেলায় গুইমারা ৩টি গোল করে বিজয় লাভ করেন অপরদিকে বাইল্যাছড়ি খুমতাং একাদশ ১টি গোল করে পরাজিত লাভ করে।

ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি,  প্রাইজমানি ও পুরষ্কার তুলে দেন। গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রয়াত রাম্রাচাই চৌধুরীর মাতা মিশু রানী চৌধুরী ও মরহুম আমির হোসেনের পিতা হাজী সিরাজুল ইসলাম প্রমূখ।

এদিকে নির্দিষ্ট সময়ে খেলার শুরুর আগেই মাঠের কানায় কানায় হাজার হাজার দর্শক ও উৎসুক জনতায় পরিপূর্ণ হয়ে যায়। এমসয় স্থানীয়দের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!