নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারার হাফছড়ি ইউনিয়ন পরিষদের পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর ২০২২) হাফছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত পুষ্টি বিষয়ক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা জয় মোহন চাকমা, উপজেলা কৃষি ব্লক সুপারভাইসার আব্দুর রহিম, হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীসহ স্থানীয় হেডম্যান কার্বারী, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা।
এসময় গুইমারা উপজেলা পুষ্টি বিষয়ক কর্মকর্তা জয় মোহন চাকমা বলেন, ২০২২-২৩ অর্থবছরের পুষ্টি বিষয়ক বাজেট বিশ্লেষণ কার্যক্রম সভায় পাহাড়ি বাঙ্গালিদের পুষ্টি সংক্রান্ত বিষয়সহ সরকারের নানান উন্নয়ন মুলক কাজ সম্পর্কের অবহিত করতে হবে এছাড়াও পার্বত্য দূর্গম এলাকায় অসংখ্যা পাহাড়ি বাঙ্গালি মানুষ বসবাস করে যারা পুষ্টিহীনতা ভূগছেন। তাদের মাঝে পুষ্টির উপকারীতা সম্পর্কে জানান হবে। পরিশেষে বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি করেন।