শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

শান্তি চুক্তির রজতজয়ন্তী উপলক্ষে খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন


নুরুল আলম:: পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে অফিসার্স ক্লাবে দুস্থ ও অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। এছাড়াও জেলা সরকারি গন্থাগারে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও জেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনের উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল কর্মসূচির উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা সিভিল সার্জন মো. ছাবের, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, সদস্য নিলোৎপল খীসা, সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সদস্য হিরনজয় ত্রিপুরা, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, প্রেসক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া, জেলা সরকারি গন্থাগারের কর্মকর্তা ও লাইব্রেরিয়ান ওয়েন চাকমা, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই দিকে গুইমারা রিজিয়নের উদ্যোগে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের ২৫তম বর্ষপুর্তি উদযাপনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২রা ডিসেম্বর ২০২২ শুক্রবার গুইমারা ২২ আর্টিলারী রিজিয়নের উদ্যোগে আলোচনা সভা ও মেলার উদ্বোধন করবেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবে খাগড়াছড়ি পার্বত্য জেলার সাংসদ ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রান্সর্ফোসের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এছাড়াও বিজিবি সেক্টর কমান্ডার, জোন কমান্ডারগণ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকরা উপস্থিত থাকবেন।

জানা যায়, গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শান্তিচুক্তির উদ্যাপন উপলক্ষে আয়োজিত শান্তি-সম্প্রীতি র‌্যালী, আলোচনা সভা, মানবিক সহায়তা, শান্তি ও সম্প্রীতি মেলা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!