শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সিন্দুকছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির সুকান্ত মহাজন পাড়ায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপনের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং ৫লক্ষ টাকার চেক তুলে দেন স্কুল কর্তৃপক্ষের কাছে।

২৮ নভেম্বর ২০২২ সভায় স্কুলের জমিদাতা রগেন্দ্র ত্রিপুরার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাবলু হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা ও সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা। আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ১নং ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, ২নং হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি মৌজার হেডম্যান সুইনুপ্রু চৌধুরী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় দুর্গম পাহাড়ি পথের শিক্ষা ব্যবস্থার আলো পৌঁছে দিতে সকলের অগ্রনী ভূমিকা রাখা ও সকলের সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস প্রত্যান্ত অঞ্চলে স্কুল প্রতিষ্ঠা, পর্যটনের উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ অনেক উন্নয়ন করেছে। যা পার্বত্য খাগড়াছড়িবাসী চিরদিন উনার কর্মকান্ডকে স্মরণ করবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!