নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: রাঙ্গামাটির নানিয়ারচরে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি গ্রামে মোমেনা বেগম নামে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত মোমেনা বেগম স্থানীয় মফিজুল ইসলামের স্ত্রী ও তোরাব আলীর মেয়ে।
মফিজুল ইসলাম জানায়, সকালে কাজে যাওয়ার আগে মফিজুল কে খাবার দেয় মোমেনা। দুপুরে লোকজনের মুখে স্ত্রী মারা যাওয়ার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং থানার ওসি সুজন হালদার।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুপুরে মোমেনার লাষ্ট ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়দের মাঝে উদ্বেক উৎকন্ঠা দেখা গেছে। সুজন হালদার জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনানব ব্যবস্থা গ্রহণ করা হবে।