শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

বিজিবি রামগড় জোনের উদ্যোগে ২ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

নুরুল আলম:: খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি) রামগড় জোনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকাল ১১টায় রামগড়ের নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএস সি । সকাল থেকে স্থানীয় নারী-পুরুষ ও শিশু-বৃদ্ধারা চিকিৎসাসেবা নিতে ক্যাস্পে উপস্থিত হন।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ২০০শ দুস্থ মানুষকে বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে চিকিৎসার দায়িত্বে ছিলেন ২৩ বিজিবির মেডিকেল অফিসার ডা. ক্যাপ্টেন মো. আশিকুর রহমান ও রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. সাদ্দাম হোসেন।

৪৩ বিজিবি পরিচালক লে. কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন, চোরাচালান রোধ ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি বিজিবি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবামূলক কাজে সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে । এ সময় ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহমদসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!