নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী: এবিষয়ে মন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, পার্বত্যমন্ত্রীর আগমনের কর্মসূচীতে সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের সীমানা প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, সকাল সাড়ে ১০টায় বাঙালহালিয়ার ডাক বাংলা পাড়া বৌদ্ধ বিহার পরিদর্শন বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বাঙালহালিয়া সরকারি কলেজ আয়োজিত জন সমাবেশে অংশগ্রহন করবেন।
দুপুর ২টায় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বাসা দুপুরে আহার শেষ করে বাঙালহালিয়া হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানা যায় । ৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, অত্র এলাকার ইউনিয়ন বাসী পক্ষে হতে পার্বত্য চট্রগ্রাম মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাছি। অত্র ইউনিয়নের আগামীকাল জন্য সাজসজ্জা ফেসটুন ব্যানার চার পাশে তৈরি মধ্যে দিয়ে অনুষ্ঠান প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং এমপি সরকারী সফর সূচি অনুযায়ী উন্নয়ন কর্মকান্ড উদ্ভোধন করবেন বলে জানিয়েছেন।