নিজস্ব প্রতিবেদক, লংগদু:: রাঙামাটির লংগদু উপজেলা থেকে বাবুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার গুলশাখালী ইউনিয়নের রহমতপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাবুল মিয়া গুলশাখালী এলাকার তার বোনের স্বামীর দোকান থেকে ফুটবল খেলা দেখে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। এরপর বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কে বাবুল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।