নুরুল আলম:: রাঙামাটি শহরের রির্জাভ বাজার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬টি বসতঘর । শনিবার (১৯ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রির্জাভ বাজারের মহসনি কলোনী (তৈয়বিয়া পাহাড়) এলাকার মিয়া সওদাগরের ভাড়াটিয়ার বাসা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর মো. হেলাল উদ্দিন ও জামাল উদ্দিন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-সরকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করার পর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরদের দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’