নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: রাঙামাটির কাপ্তাইয়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে লম্বাছড়া এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা (৬১) নামের এক জেএসএস’র (মূল) সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটকরে সময় তার কাছ থেকে দেশীয় পিস্তল (এলজি), ০৪ রাউন্ড এ্যামুনিশন, ১টি ব্যাগ, ১টি চাকু, জাতীয় পরিচয়পত্র, ৩টি মোবাইল, মোবাইল চার্জার এবং পাওয়ার ব্যাংক পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে- চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, বুধবার দিনগত রাতে যৌথ বাহিনীর একটি দল কাপ্তাইয়ের লম্বাছড়া এলাকায় অভিযান পরিচালনা করে রনজিৎ কুমার তঞ্চঙ্গ্যা নামের এক ব্যক্তিকে আটক করেছে। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু গ্রপের সশস্ত্র গ্রুপের লিডার এবং সক্রিয় চাঁদাবাজ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে।