নিজস্ব প্রতিবেদক, রাজস্থলী: রাজস্থলী বাঙ্গালহালিয়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র রাঙামাটি জেলা কার্যালয় কর্তৃক রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বাঙালহালিয়া বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেব নাথ।
এসময় রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালীন সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। তৎমধ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য, অবৈধ ভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায়, ” সাধন ষ্টোর ” ১ হাজার টাকা, মূল্যতালিকা না রাখা ও মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখায় দুর্গা ফার্মেসী কে ৩ হাজার ও গাউছিয়া বেকারী কে ৪ হাজার, ডা, মাহমুদ ল্যাবের মেয়াদউর্ত্তীন সরন্জাম থাকায় ১৫ হাজার টাকা সহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ বাজারে তদারকি করে দেখা যায়, অধিকাংশ দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য প্রতিনিয়ত বিক্রি করছে বলে ভোক্তাঅধিকার তদন্ত দল গণমাধ্যম কে জানান। ভবিষ্যতে এধরনে বাজারে মনিটরিং চলমান অব্যহত থাকবে। আর বিভিন্ন মুদি দোকানে বাজার মূল্য দর তালিকা বোর্ড টাঙানো অধিকাংশ দেখা যাচ্ছে না।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়। সেইসাথে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও বাঙালহালিয়া পুলিশ ফাড়ির পুলিশ সদস্যরা উপস্থিত