শিরোনাম
সোম. ডিসে ২৩, ২০২৪

লক্ষ্মীছড়ি জোনে সেনাবাহিনীর মাসিক নিরাপত্তা সমম্বয় ও মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জোন কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল এএইচএম জোবায়ের, পিএসসি, জি।

এসময় জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাহমুদুন্নবী, পিএসসি, ক্যাপ্টেন এসএম মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, থানার অফিসার ইনর্চা জ সমির সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমানসহ, হেডম্যান কারবারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় লেফট্যানেন্ট কর্নেল এএইচএম জোবায়ের, পিএসসি, জি, সবাই মিলে এক সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘এলাকার শান্তি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে।’

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!