নুরুল আলম:: খাগড়াছড়ির মহালছড়ির মাইচছড়িতে পিকআপের ধাক্কায় মাইচছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক করুনাময় চাকমা(৭০) নিহত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারন রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করুনাময় চাকমা বাসা থেকে বের হয়ে মাইচছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। নুনছড়ি কলেজ এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে পিছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত করুনাময় চাকমাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে পথেই মারা যান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত স্কুল শিক্ষকের লাশ ময়না তদন্ত না করেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।