নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারায় ২০২৩-২৪ চক্রের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাই সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার মোতাছেম বিল্যাহ।
বুধবার (৯ নভেম্বর ২০২২) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
জানা যায়, গুইমারা সদর ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডধারী ৩শত ৫০জন, হাফছড়ি ইউনিয়নে কার্ডধারী ৪শত ৮০ জন, সিন্দুকছড়ি ইউনিয়নে কার্ডধারী ২শত ২০জন। গুইমারা উপজেলায় মোট ভিডব্লিউবি কার্ডধারীর সংখ্যা ১ হাজার ৫০জন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সরকার প্রতি বছরই অসহায় দুস্থ্যদের জন্য সরকারি বিভিন্ন ভাতা এবং সহযোগিতা মূলক উদ্বোগ নিচ্ছে। পূর্বে যাদের ভিজিএফ কার্ড রয়েছে তার নাম পরিবর্তন করে ভিডব্লিউবি করা হয়েছে এবং নতুন করে ২৩-২৪ অর্থ বছরের চক্রের ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগী বাছাইয়ে যাতে কোনো প্রকার অনিয়ম না হয় সেই দিকে লক্ষ রাখার আহ্বান জানান। এছাড়াও অসহায় ব্যক্তিরা যাতে কার্ডগুলো ও সরককারি সুযোগ সুবিধা ভোগ করতে পারে সেই দিকে কড়া নজর রাখার জন্য আহ্বান জানান দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের। তবে সচ্ছল লোকদের যাতে এর অর্ন্তভুক্ত না করে হয়। এছাড়াও বিভিন্ন দিকনিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।