নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহায়তায় বেকারত্ব দূরীকরণে মোমবাতি তৈরি বিষয়ক প্রশিক্ষণ বাস্তবায়ন করেছেন গুইমারা উপজেলা পরিষদের মহিলা ও শিশু উন্নয়ন কমিটি। এসময় সভার সভাপতিত্ব করেন, গুইমারা উপজেলা নিবার্হী অফিসার মোতাছেম বিল্যাহ।
বুধবার (৯ নভেম্বর ২০২২) সকালে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক হাসিনা আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ সাংবাদিক, জনপ্রতিনিধি, মোমবাতি তৈরির প্রশিক্ষনার্থী, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
উপস্থিত প্রশিক্ষার্থীদের উদ্দেশ্য করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা বলেন, বেকারত্ব দূরীকরণে যুবসমাজ কে বিভিন্ন কারিগরি শিক্ষা মূখি হতে হবে। মোমবাতি তৈরিতে যেকোনো খরচ প্রশাসন বহন করতে প্রস্তুত। তবে সকলকে এক সাথে কাজ করে বেকারত্ব দূরীকরণে অংশ নিতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য এবং প্রশিক্ষনার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।