নিজস্ব প্রতিবেদক, রাজস্থলি: রাঙামাটি রাজস্থলী বাঙালহালিয়া সড়কে ২নম্বর গাইন্দ্যা ইউনিয়নের লংগদু পাড়া নামক এলাকায় চট্রগ্রাম থেকে আসা পাথর বোঝাই ট্রাক সীমান্ত সড়কে নেওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্ডে যায়। এতে কিছুক্ষণ যানজট থাকলে ও অন্য গাড়ী দিয়ে সড়ানোর পর যানবাহন চলাচল চন্দ্রঘোনা আসা হতে ভায়া রোড রাজস্থলী উপজেলা চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি ঘটে সোমবার সকাল ৯ টায়।
এ ব্যাপারে ট্রাক চালক বলেন, কোন ক্ষতি হয়নি। গাড়ী হতে পাথর আনলোড করা হচ্ছে বলে জানান। সূত্রে জানা যায়, বিগত কয়েকমাস আগে এই রোডে অতিরিক্ত পাথর বোঝা ট্রাক বহন করে দুর্ঘটনায় কবলিত দেখা যায়। তবে এরোডে পাঁচ টনের অধিক মালবাহী চলাচল নিষেধাজ্ঞা থাকলে ও অনেকে মানতে নারাজ দেখা যাচ্ছে।