আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে প্রিয় দল আর্জেটিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম দীপেন ত্রিপুরা (১৯)। সেই সুকুমার ত্রিপুরার ছেলে। মঙ্গলবার (৮ নভেম্বর ২০২২) বেলা ১২টার দিকে খাগড়াছড়ি সদরের খাগড়াপুরমাষ্টার দোকান এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, গাছে উঠে আর্জেটিনা পতাকা ঝুলাতে গিয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ নিয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
খাগড়াপুর মাষ্টার দোকান এলাকার স্থানীয় এক বাসিন্দা জানান, দীপেন ত্রিপুরা বাঁশে আর্জেটিনার পতাকা গাছে বাঁধতে উঠে। সে বাঁশটি কাঁচা হওয়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিছু সময় আটকে থাকার পর দীপেন ত্রিপুরা গাছ থেকে পড়ে যায়। পরে উদ্ধার করে তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দীপেন ত্রিপুরার বন্ধু অনিক ত্রিপুরা বলেন, বন্ধু আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে যাবে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। গতকাল বিকেল পর্যন্ত এক সাথে ছিলাম। দীপেন ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।